-
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল মঙ্গলবার শুরু
September 30th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৩০ সেপ্টেম্বর: ১ অক্টোবর মঙ্গলবার থেকে বাফুফে সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতা। প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার ২৪টি হাউজ এই আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সকাল ৯.৩০টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ ‘জি’র দুই দল দীপ্ত টেলিভিশন ও বাংলা ভিশন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কয়ার টয়লেট্রিজের বিপণন বিভাগের প্রধান ড: জেসমিন জামান।
এ উপলক্ষে আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার নানাদিক তুলে ধরনের টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাকিবুল হাসান।
সংবাদ সম্মেলন শেষে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানটি পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আরাফাত জোবায়ের। ২৪টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ৩০ হাজার টাকা ও রানার্স আপ দল পাবে ১৫ হাজার টাকা। ৫ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্পোর্টস জার্সালিস্টস এসোসিয়েশনের সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি ও স্কয়ার টয়লেট্রিজের বিপণন বিভাগের প্রধান ড: জেসমিন জামান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী দলগুলো হলো:
গ্রুপ-এ: বাংলাদেশ প্রতিনিধি, দৈনিক যুগান্তর ও জিটিভি।
গ্রুপ-বি: জাগো নিউজ, বাংলা ট্রিবিউন ও নিউজ২৪।
গ্রুপ-সি: ডেইলি স্টার, দৈনিক কালের কণ্ঠ ও ডিবিসি।
গ্রুপ-ডি: চ্যানেল২৪, দৈনিক ইত্তেফাক ও চ্যানেল আই।
গ্রুপ-ই: ঢাকা ট্রিবিউন, দৈনিক সংবাদ ও মাছরাঙা টিভি।
গ্রুপ-এফ: একুশে টিভি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বৈশাখী টিভি।
গ্রুপ-জি: দীপ্ত টিভি, ইন্ডিপেনডেন্ট ও বাংলা ভিশন।
গ্রুপ-এইচ: দৈনিক সমকাল, দৈনিক নয়া দিগন্ত ও সময় টিভি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে