-
কুস্তিতে সেরা খুলনা-নড়াইল : ভলিবলে চ্যাম্পিয়ন সাতক্ষীরা
January 12th, 2018আনওয়ার আহমেদ মুন, বিডিস্পোর্টস২৪ডটকম
খুলনা, ১২ জানুয়ারি : বাংলাদেশ যুব গেমসের খুলনা বিভাগীয় পর্যায়ে আজ শুক্রবার কুস্তিতে খুলনা ও নড়াইল আধিপত্য দেখিয়েছে । তবে ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা। খুলনা বিভাগীয় পর্যায়ের পঞ্চম দিনে আজ খুলনায় কুস্তি, সাতক্ষীরায় ভলিবল ও বাগেরহাটে ভারোত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ভলিবলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক সাতক্ষীরা ৩-০ সেটে যশোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে যশোর ২-১ সেটে মেহেরপুরকে ও দ্বিতীয় সেমিফাইনালে সাতক্ষীরা একই ব্যবধানে নড়াইলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
এদিকে খুলনা জেলা স্টেডিয়ামে কুস্তি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। তরুণ বিভাগে কুস্তিতে ৩৮-৪২ কেজি ওজন শ্রেণিতে নড়াইলের মেহেদী হাসান, ৪৬ কেজি ওজন শ্রেণিতে খুলনার সুজিত হাওলাদার, ৫০ কেজি ওজন শ্রেণিতে খুলনার সজীব খান, ৫৪ কেজি ওজন শ্রেণিতে প্রথম খুলনার রিপন খান, ৫৮ কেজি ওজন শ্রেণিতে নড়াইলের রাকিব হাসান, ৬৩ কেজি ওজন শ্রেণিতে খুলনার রোহান খান ও ৬৯ কেজি ওজন শ্রেণিতে খুলনার আশিকুর রহমান শ্রেষ্ঠত্ব দেখিয়েছে।
অপরদিকে তরুণী বিভাগে ৩৬-৩৮ কেজি ওজন শ্রেণিতে খুলনার নাফিসা নিসি তমা, ৪০ কেজি ওজন শ্রেণিতে খুলনার শ্রাবনী, ৪৩ কেজি ওজন শ্রেণিতে নড়াইলের সোয়ালী, ৪৬ কেজি ওজন শ্রেণিতে নড়াইলের মুসলিমা, ৪ কেজি ওজন শ্রেণিতে নড়াইলের লিমা, ৫২ কেজি ওজন শ্রেণিতে নড়াইলের মুক্তা খাতুন ও ৫৬ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছে নড়াইলের তামান্না।
এছাড়া বাগেরহাটে ভারত্তোলনে তরুণ বিভাগের ৫০ কেজি ওজন শ্রেণিতে নড়াইলের আশিকুর রহমান, ৫৬ কেজি ওজন শ্রেণিতে নড়াইলের ইমাম শিকদার, ৬২ কেজি ওজন শ্রেণিতে বাগেরহাটের সহজল কুমার প্রথম হয়েছেন। তরুণী বিভাগে ৪৪ কেজি ওজন শ্রেণিতে মেহেরপুরের রহিমা, ৪৮ কেজি ওজন শ্রেণিতে বাগেরহাটের নূর জাহান ময়না, ৫৩ কেজি ওজন শ্রেণিতে বাগেরহাটের তারিনা ইসলাম, ৫৮ কেজি ওজন শ্রেণিতে খাদিজা আখতার শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ