-
কেপটাউন টেস্টে খেলা নিয়ে সংশয় জাদেজার
January 3rd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কেপটাউন, ০৩ জানুয়ারি: ভারতের বাম হাতি স্পিনার রবীন্দ্র জাদেজার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে প্রথম টেস্টে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত দুইদিন ধরে জাদেজা ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছেন।
আশা করা যাচ্ছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তাই তিনি খেলবেন কী খেলবেন না, তা কেবলমাত্র ম্যাচের দিন সকালে নির্ধারিত হবে।
এদিকে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে শিখর ধাওয়ান যে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন তা থেকে তিনি সেরে উঠেছেন।
যদি জাদেজা কেপটাউন টেস্টে খেলতে না পারেন, ভারত একমাত্র স্পিনার হিসেবে অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দলে রাখবে। জাদেজা এবং অশ্বিনের মধ্যে যেকোনো একজনকে দলে নেয়ার কথা চিন্তা করেছিল ভারত। এদিক দিয়ে জাদেজা এগিয়ে ছিলেন। কারণ দক্ষিণ আফ্রিকার প্রথম সাতজন ব্যাটসম্যানের মধ্যে কেবলমাত্র দু’জন বা-হাতি ব্যাটসম্যান রয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরে ভারত তিনটি টেস্ট, ৬টি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে। সফরের শুরুতে আগামী ৫ জানুয়ারি শুক্রবার থেকে কেপটাউনে শুরু হবে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। বাংলাদেশ সময় দুপুর ২-৩০টায় শুরু হবে খেলাটি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/জেএকে