-
কোয়ান্টাম, আরামবাগ ও বাংলা ক্লাবের টানা তৃতীয় জয়
July 23rd, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৩ জুলাই: কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগে টানা তৃতীয় জয় পেয়েছে কোয়ান্টাম মেথড, আরামবাগ ক্রীড়া সংঘ এবং বাংলা ক্লাব। আজ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে লিগের তৃতীয় দিনের প্রথম খেলায় কোয়ান্টাম মেথড ৩৩-১২ গোলে পরাজিত করেছে মেনজিস ক্রীড়া চক্রকে। প্রথমার্ধে বিজয়ী দল ১৫-০৬ গোলে এগিয়ে ছিল। এর ফলে টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে কোয়ান্টাম মেথড।
দিনের দ্বিতীয় খেলায় আরামবাগ ক্রীড়া সংঘ ৫৩-২২ গোলে ওল্ড আইডিয়ালসকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ২৬-১৩ গোলে এগিয়ে ছিল। আরামবাগও টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট সংগ্রহে রেখেছে।
একই মাঠে দিনের তৃতীয় খেলায় বাংলা ক্লাব ৩৩-২৬ গোলে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ১৫-১২ গোলে এগিয়ে ছিল। বাংলা ক্লাবও টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। অপরদিকে তৃতীয় খেলায় এসে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে