-
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি
January 20th, 2018ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আগামী ২৬ জানুয়ারি নিউজিল্যান্ডে তারা শেষ আটের লড়াইয়ে ভারতের মোকাবেলা করবে।এ ছাড়া টুর্নামেন্টের অপর তিন কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড-আফগানিস্তান মুখোমুখি হবে।
বাংলাদেশ ‘সি’ গ্রুপে ইংল্যান্ডের কাছে হারলেও কানাডা ও নামিবিয়াকে হারিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ফলে গ্রুপ রানার্স-আপ তারা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। একই গ্রুপে টানা তিন ম্যাচেই জয় পেয়ে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়।তাই ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লড়বে ইংলিশরা। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে খেলবে ‘সি’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ।
আজ শনিবার গ্রুপ পর্বের শেষ দিনে ইংল্যান্ড ২৮২ রানে কানাডাকে, আয়ারল্যান্ড ৪ রানে আফগানিস্তানকে, ওয়েস্ট ইন্ডিজ ২২২ রানে কেনিয়াকে ও নিউজিল্যান্ড ৭১ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ