শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
ক্যারমে হেমায়েত ও আফসানা চ্যাম্পিয়ন
November 9th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকমঢাকা, ৯ নভেম্বর: সামার হিট ওপেন ক্যারম টুর্নামেন্টে হেমায়েত মোল্লা ও আফসানা নাসরীন চ্যাম্পিয়ন হয়েছেন।
পুরুষ এককে হেমায়েত মোল্লা চ্যাম্পিয়ন, বিপ্লব মোল্লা রানারআপ ও তৃতীয় হয়েছেন সালাউদ্দিন কায়সার।
অপরদিকে নারী এককে আফসানা নাসরীন চ্যাম্পিয়ন, সাবিনা আকতার রানারআপ ও তৃতীয় হয়েছেন ফারজানা।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের গ্রাউন্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে শুরু হওয়া তিনদিনব্যাপী এ টুর্নামেন্ট ৮ নভেম্বর শেষ হয়।
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য নারী ও পুরুষসহ মোট ৩৫জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ