শিরোনাম
ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ... মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নারী দল...
-
ক্যারিয়ারের প্রথম ফিফটি মোহাম্মদ মিথুনের
September 15th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
দুবাই, ১৫ সেপ্টেম্বর: ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ ম্যাচে এসে প্রথম ফিফটির দেখা পেয়েছেন বাংলাদেশের ডানহাতি তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন।
আজ দুবাইতে এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে তিনটি ওয়ানডের ২ ইনিংসে মিথুনের মোট রান ছিল ৩৬। তার সর্বোচ্চ স্কোর ছিল ২৬।
আজ লঙ্কানদের বিপক্ষে ৫ নম্বরে ব্যাট করতে নেমে ৫২ বল মোকাবেলায় ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেন মোহাম্মদ মিথুন। ৪টি বাউন্ডারি ও দুটি ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন মোহাম্মদ মিথুন।
শেষ অবধি ৬৮ বলে ৬৩ রান করে মালিঙ্গার বলে উইকেটরক্ষক কুশল পেরেরা হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। তার ইনিংসে ৫টি চার ও দুটি ছক্কার ছিল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে