-
ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-১ গোলের উড়ন্ত সূচনা পর্তুগালের
September 6th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
পোর্তো, ৬ সেপ্টেম্বর: তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোলটি পায় তারা। বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন জোয়াও কানসেলো, দিয়োগো জোতা, জোয়াও ফেলিক্স ও আন্দ্রে সিলভা।
দলে থাকলেও ম্যাচটিতে খেলেননি ক্রিস্টিয়ানো রোনালদো। পায়ের আঙুলে মৌমাছি কামড়ে দেয়ায় ইনজুরিতে ভুগছেন তিনি। আর একটি গোল পেলে আন্তর্জাতিক ফুটবলে শততম গোল করার মাইলফলক স্পর্শ করবেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। ২০১৮ সালের নভেম্বরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে কোনো ম্যাচে অংশ নিলেন না রোনালদো।
অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার হয়ে একটি গোল শোধ করেন পেতকোভিচ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে