-
ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন
February 5th, 2021ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকমঢাকা, ৫ ফেব্রুয়ারি: ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কাতারের আল দোহাইলকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে মিশরীয় ক্লাব আল আহলে। বাসস।
আগামী সোমবার কাতারের আহমাদ বিন আলী স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মোকাবেলা করবে কায়রো রেড ডেভিলসরা।
শুক্রবার কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আহলে ১-০ গোলে হারায় স্বাগতিক দোহাইলকে। ম্যাচের ৩০ মিনিটে আহলের হয়ে জয়সুচক একমাত্র গোল করেন মিডফিল্ডার হুসেইন এল শাহাত।
এর আগে আহমাদ বিন আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর টাইগ্রেস পিছিয়ে পড়েও ২-১ গোলে দক্ষিণ কোরিয়ার উলসান হুন্দাইকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। রোববার প্রথম সেমিফাইনালে ব্রাজিলের পালমেইরাসের মোকাবেলা করবে টাইগ্রেস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ