-
খুবিতে ৫ম আন্তঃ ডিসিপ্লিন ভলিবলের উদ্বোধন
January 27th, 2018খুলনা বিভাগীয় প্রতিনিধি
বিডিস্পোর্টস২৪ ডটকম
খুলনা, ২৭ জানুয়ারি: খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের ৫ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে গত বৃহস্পতিবার শুরু হয়েছে। সকাল ৯-৩০ টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।
এ সময় তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) অগ্রগতির সহায়ক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাস। শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে ডিসিপ্লিন প্রধান, সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৬ ফেব্রুয়ারি ২০১৮ খ্রি. তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এদিকে, এই ভলিবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে উৎসবমুখর।বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে