-
খুলনা দ্বিতীয় বিভাগ ফুটবলের রেলিগেশন পর্বে ইয়ং বয়েজ ব্লুজের জয়
January 8th, 2018আনওয়ার আহমেদ মুন, বিডিস্পোর্টস২৪ডটকম
খুলনা, ০৮ জানুয়ারি: খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের রেলিগেশন পর্বে জয় পেয়েছে ইয়ং বয়েজ ব্লুজ ক্লাব। আজ (সোমবার) খুলনা জিলা স্কুল মাঠে লিগের ১টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।আগামী বুধবার লিগের শেষ খেলা শেষে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের চ্যাম্পিয়ন, রানারআপ ও ফেয়ার প্লে দলে মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
বিকেল ৩টায় দিনের একমাত্র ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে খুলনা শিক্ষা কল্যাণ সংসদ বনাম ইয়ং বয়েজ ব্লুজ ক্লাব। খেলায় ইয়ং বয়েজ ব্লুজ ক্লাব ৩-১ গোলে খুলনা শিক্ষা কল্যাণ সংসদকে পরাজিত করে। দলের পক্ষে গোল ৩টি করেন ১৪নং জার্সি পরিহিত খেলোয়াড় মনির, ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় তুশাল ও ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় মেজবা। খুলনা শিক্ষা কল্যাণ সংসদের পক্ষে একটি গোল পরিশোধ করেন ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় শফিকুর।খেলায় রেফারি ছিলেন আব্দুর রহমান ঢালী, কামাল হোসেন, নাজমুল হোসেন ও বাশির আহমেদ লালু। ম্যাচ কমিশনার ছিলেন রেফারি নৃপেন রায়।
মাঠের সার্বিক দায়িত্বে রয়েছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলি, শেখ জাহিদ হোসেন, মো. মহসীন, শেখ আলাউদ্দিন নাসিম, দুলাল ও ইদ্রিস।আগামীকাল (মঙ্গলবার) কোনো খেলা নেই। আগামী বুধবার রেলিগেশন লিগের ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর সোয়া ১টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আবুল কাশেম স্মৃতি সংসদ ও ইয়ং বয়েজ ব্লুজ ক্লাব। বিকেল ৩টায় দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ইন্টার মিলান ক্লাব বনাম খুলনা শিক্ষা কল্যাণ সংসদ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে