-
চট্টগ্রামে মালেক অপরাজিত চ্যাম্পিয়ন
April 22nd, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪.কম
ঢাকা : ২২ এপ্রিল ২০১৯ফিদেমাস্টার আব্দুল মালেক সিসিপিএ বাংলা নববর্ষ র্যাপিড টুর্নামেন্টে ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।তবে সমান পয়েন্ট নিয়ে অপরাজিত রানারআপ হয়েছেন ফজলে নুর বাপ্পী।
এদিকে ৪ জন দাবাড়ু ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে তৃতীয় থেকে ষষ্ঠ হয়েছেন যথাক্রমে মো. মুজিবুর রহমান, আহমেদ মঈনদ্দীন, দিব্য দাশ গুপ্ত ও মো. রাব্বি সেলিম।
অপরদিকে ৭ জন ৫ পয়েন্ট নিয়ে সপ্তম থেকে এয়োদশতম হয়েছেন রত্নজয় তংছংগা, প্রকৌশলী এস এম তারেক, রাকিব সাচ্চু, মো. আসিফুর রহমান, নাসির হাসান, মো. নাজিম ও টিটু বড়ুয়া।
এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বেস্ট উইমেন্স তাসপ্রিয়া প্রিমা, ননরেটেড আমিনুল ইসলাম,উর্দ্ধ-৫০ গ্রুপে আহমদ মজুমদার, অনূর্ধ্ব-১৬ গ্রুপে নাজমুল হায়াত ও তুষিন তালুকদার, অনূর্ধ্ব-১৪ গ্রুপে ঋষিন তালুকদার, রেটিং (১৮০১-১৯০০) নাসির হাসান, রেটিং (১৭০১-১৮০০) আসিফুর রহমান, রেটিং (১৬০১-১৭০০) সবুজুর রহমান পুরষ্কার লাভ করেন।
টুর্নামেন্ট শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান জোন ৩.২ প্রেসিডেন্ট আলহাজ শাহাবউদ্দীন শামীম বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এর আগে সকালে সিজেকেএস দাবা কমিটির সাধারণ সম্পাদক মহিলা ফিদেমাষ্টার তনিমা পারভীন এ আসরের উদ্বোধন করেন।
উল্লেখ্য ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৭৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
বিডিস্পোর্টস২৪.কম/এমএ