-
চতুর্থ জাতীয় নারী থ্রোবল শুরু
October 20th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২০ অক্টোবর: আজ থেকে শুরু হয়েছে ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা থ্রোবল প্রতিযোগিতা-২০২০। সকালে পল্টন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
বিশেষ অতিথি ছিলেন আরটিভির সিইও সৈয়দ আশিকুর রহমান। ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. শরীফ আশরাফউজ্জামান, যুগ্ম সম্পাদক বিএম শহীদুজ্জামানসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে গ্রুপ পর্বের বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়। সেখানে জয় পেয়েছে বাংলাদেশ আনসার, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ পুলিশ।
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ আনসার ২-০ সেটে হারায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থাকে। দ্বিতীয় ম্যাচে খুলনা জেলা ক্রীড়া সংস্থা ২-০ সেটে হারায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে। তৃতীয় ম্যাচে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ২-১ সেটে হারায় মিরপুর থ্রোবল একাডেমিকে। দিনের চতুর্থ ম্যাচে বাংলাদেশ পুলিশ ২-০ সেটে পরাজিত করেছে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে।
দিনের পঞ্চম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে আনসার ২-০ সেটে হারায় মিরপুর থ্রোবল একাডেমিকে। অন্যদিকে দিনের ষষ্ঠ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা ২-০ সেটে হারায় মুন্সিগঞ্জকে। আর রাজশাহী নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-০ সেটে পরাজিত করে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থাকে।
আগামীকাল বুধবার গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো ও সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার হবে ফাইনাল ও পুরস্কার বিতরণী।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে