-
চতুর্থ জাতীয় মহিলা হকির পয়েন্ট তালিকা
September 28th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৮ সেপ্টেম্বর: গত ২৫ সেপ্টেম্বর থেকে ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছিল চতুর্থ জাতীয় মহিলা হকি প্রতিযোগিতা। সাতটি বিভাগীয় দল এবারের আসরে অংশগ্রহণ করেছে। আজ শুক্রবার গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে।
গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট তালিকা:
গ্রুপ-ক
দল খেলা জয় ড্র পরা: প/বি পয়েন্ট
খুলনা ৩ ২ ০ ১ ৭/১ ৬
রাজশাহী ৩ ১ ২ ০ ১/০ ৫
ময়মনসিংহ ৩ ১ ১ ১ ১/৪ ৪
বরিশাল ৩ ০ ১ ২ ০/৪ ১
গ্রুপ-খ
দল খেলা জয় ড্র পরা: প/বি পয়েন্ট
ঢাকা ২ ২ ০ ০ ১১/০ ৪
রংপুর ২ ১ ০ ১ ৬/১ ৩
চট্টগ্রাম ২ ০ ০ ২ ০/১৬ ০
গোলদাতা:
৪টি-সুমি আক্তার ও ফারদিয়া আক্তার রাত্রি (ঢাকা), কিমি (খুলনা); ২টি-হাবিবা আক্তার বৃষ্টি (ঢাকা), সাদিয়া বেগম (খুলনা) তাসমিম আক্তার ও সিমু আক্তার (রংপুর); ১টি- তারিন আক্তার খুশি (ঢাকা), নাদিরা (খুলনা), সিনথিয়া (ময়মনসিংহ), রানী আক্তার ও মুসলিম আক্তার (রংপুর), শান্তিনা টুডু (রাজশাহী)।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে