শিরোনাম
করোনা ভ্যাকসিন নিলেন জেমি ডে... ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ...
-
চলতি বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড জর্গেনসেনের
July 2nd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
নিজনি নভগোরোদ (রাশিয়া), ২ জুলাই: রাশিয়া ফুটবল বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন ডেনমার্কের ডিফেন্ডার ম্যাথিয়াস জর্গেনসেন। গতরাতে শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাত্র ৫৭ সেকেন্ডে গোল করে এবারের আসরে দ্রুততম গোলের রেকর্ড গড়েন জর্গেনসেন। তবে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোলের তালিকায় এটি ১২তম স্থানে রয়েছে।
এই তালিকায় সবার উপরে রয়েছেন তুরস্কের হাকান শুকার । ২০০২ সালের বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে বল গড়ানোর ১১ সেকেন্ডর সময় গোল করেন শুকার। বিশ্বকাপ ইতিহাসে এটিই এখন পর্যন্ত দ্রুততম গোলের রেকর্ড। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে