শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
চেন্নাই গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় তিন বাংলাদেশি
January 20th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ডটকম
চেন্নাই (ভারত) : ২০ জানুয়ারি ২০১৯১১তম চেন্নাই ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান ২.৫ পয়েন্ট, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের মো. মাসুম রাহী ১.৫ পয়েন্ট ও আলী আহসান জুয়েল ১ পয়েন্ট সংগ্রহ করেছেন।
ভারতের চেন্নাইয়ে আজ রোববার চতুর্থ রাউন্ডে আবজিদ ভারতের কোনাথামকে ও জুয়েল ভারতের লাকসান শুভ্রমনিয়ামকে পরাজিত করেন। রাহী ভারতের ভিশাল রামপ্রসাদের সাথে ড্র করেন।
উল্লেখ্য এ প্রপ্রতিযোগিতায় ১৭ দেশের ২০ জন গ্র্যান্ডমাস্টার, ৩ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ২৮ জন আন্তর্জাতিক মাস্টার ও ৪ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ২৮৬ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ