-
জাতীয় জুনিয়র কুস্তি মঙ্গলবার শুরু
July 21st, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২১ জুলাই: আগামি ২৩ জুলাই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আরডিডিএল ২৬তম জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা।
প্রতিযোগিতা উপলক্ষে আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ২য় তলায় ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার নানাদিক তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামি ২৩ ও ২৪ জুলাই দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগ এর বিভিন্ন জেলা থেকে বালক ও বালিকা দুই বিভাগে সর্বমোট ২০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতায় বালকরা লড়বে ৪১-৪৫, ৪৮, ৫১, ৫৫, ৬০, ৬৫, ৭১, ও ৮০ কেজি মোট ৮টি ওজন শ্রেণীতে। বালিকারা লড়াই করবে ৩৬-৪০, ৪৩, ৪৬, ৪৯, ৫৩, ৫৭, ৬১, ৬৫ কেজি মোট ৮টি ওজন শ্রেণীতে।
২২ জুলাই সোমবার বিকেল ৪টা হতে ফেডারেশন এর কক্ষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের দৈহিক ওজন গ্রহণ করা হবে।
এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে ট্রফি ও মেডেলের পাশাপাশি পদকপ্রাপ্ত খেলোয়াড়দের বৃত্তি প্রদান করা হবে।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আরডিডিএল-এর চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান, সিআইপি, ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ, সদস্য একেএম আব্দুল মবিন ও মাসুদুর রহমান মুন্নাসহ অন্যান্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে