-
জাতীয় মহিলা রাগবির ফাইনালে টাঙ্গাইল ও ঠাকুরগাঁও
February 9th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৯ ফেব্রুয়ারি: ‘মার্সেল এয়ার কন্ডিশনার চতুর্থ জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে টাঙ্গাইল ও ঠাকুরগাঁও জেলা। আজ রোববার দুপুরে পল্টন মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ঠাকুরগাঁও জেলা ১৫-০ পয়েন্টে নড়াইল জেলা দলকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। আর টাঙ্গাইল ও ঢাকা জেলার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটি ০-০ পয়েন্টে ড্র হয়। পরে টাইব্রেকারে ২-০ পয়েন্টে ঢাকা জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে টাঙ্গাইল জেলা।
আগামীকাল সোমবার সকালে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। তার আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে ঢাকা ও নড়াইল জেলা। চ্যাম্পিয়ন, রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। টুর্নামেন্টের সেরা দুজনকেও পুরস্কৃত করবে ওয়ালটন।
তিনদিনব্যাপী এবারের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে ছিল ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা, চাদঁপুর জেলা, হবিগঞ্জ জেলা, নড়াইল জেলা, জয়পুরহাট জেলা, রংপুর জেলা, ঠাকুরগাঁও জেলা, জামালপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, কক্সবাজার জেলা, রাজশাহী জেলা ও দিনাজপুর জেলা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে