-
জাতীয় মহিলা হকির ফাইনালে খুলনা ও ঢাকা
September 30th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৩০ সেপ্টেম্বর: চতুর্থ জাতীয় মহিলা হকির ফাইনালে উঠেছে খুলনা ও ঢাকা বিভাগ। আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফাইনালে খুলনা ২-০ গোলে রংপুর বিভাগকে পরাজিত করে ফাইনালে পৌঁছে।
২৯ মিনিটে রানী’র দেয়া গোলে প্রথমার্ধে ১-০তে এগিয়ে ছিল খুলনা।
৫৫ মিনিটে কিমি’র গোল করলে ২-০ গোলে রংপুর বিভাগকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় খুলনা।
একই দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা বিভাগ ২-১ গোলে রাজশাহী বিভাগকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ঢাকা বিভাগের পক্ষে তারিন আক্তার এবং সুমি আক্তার ৬ ও ২১ মিনিটে যথাক্রমে গোল দুটি করে। রাজশাহী বিভাগের সবিতা কুজুর ৪৩মিনিটে একটি গোল পরিশোধ করেন।
আগামীকাল সকাল ১০.০০ ঘটিকায় রাজশাহী বিভাগ রংপুর বিভাগের সাথে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারনী খেলায় অবতীর্ণ হবে।
বেলা ২.৪৫টায় ফাইনালে মুখোমুখি হবে ঢাকা ও খুলনা।খেলাটি এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করবে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ালটনের হেড অব গেমস এন্ড স্পোর্টস ইকবাল বিন আনোয়ার ডন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে