শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু
January 21st, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ২০ জানুয়ারি: জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে আজ রোববার থেকে দুইদিনব্যাপী ওয়ালটন জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা প্রমুখ।
এ বছর প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, স্কুল ও কলেজের ৩৫০ জন বালক ও ১৫০ জন বালিকাসহ মোট ৫০০জন তায়কোয়ানডো খেলোয়াড় ফাইট এবং পুমসে দুটি ইভেন্টে অংশ নিচ্ছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ