-
জাতীয় হকি দলে মালয়েশিয়ান কোচ
March 25th, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ২৫ মার্চ ২০১৮ : জাতীয় দলের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন মালয়েশিয়ান কোচ নিয়োগ দিয়েছে। আজ রোববার বিকেলে এ তথ্য জানিয়েছেন ফেডারেশনটির সাধারণ সম্পাদক আবদুস সাদেক।নতুন এ কোচের নাম গোবিনাথান কৃষ্ণমুর্তি। তার এ নিয়োগের ফলে জাতীয় হকি দল দীর্ঘদিন পর বিদেশী কোচ পেল। এর ফলে দীর্ঘদিন ধরে ভারত বা পাকিস্তান থেকে হকির কোচ নিয়োগে পরিবর্তন এসেছে।
আবদুস সাদেক মনে করেন গোবিনাথান কৃষ্ণমুর্তি বাংলাদেশের হকিকে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এনে দেবার সামর্থ্য রাখেন। তার অধীনেই জাতীয় দল ইন্দোনেশিয়ায় আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে।
নতুন এ কোচের নিয়োগ সংক্রান্ত বিষয়ে আগামী ২৭মে মার্চ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবে হকি ফেডারেশন।
উল্লেখ্য গোবিনাথান ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত মালয়েশিয়া দলের রক্ষণভাগ সামলিয়েছেন। ২০০৭ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন। মালয়শিয়ার বয়সভিত্তিক দলের কোচ হিসেবে কাজ করেছেন।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ