-
জিটিভি, জাগোনিউজ, ৭১ টিভি ও বার্তা২৪ সেমিফাইনালে
October 20th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২০ অক্টোবর: ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে সেমিফাইনাল নিশ্চিত করেছে জিটিভি, জাগোনিউজ, ৭১ টিভি ও বার্তা২৪।
আজ পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে জিটিভি টাইব্রেকারে ৩-১ গোলে মানবজমিনকে পরাজিত করে সেমিফাইনালে নাম লেখায়। ম্যাচসেরা হয়েছেন জিটিভির সালাম ফারুক।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জাগোনিউজ ৩-১ গোলে ডেইলি সানকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করে। ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের অতিথি খেলোয়াড় শফিক কলিম।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে ৭১ টিভি ২-০ গোলে আরটিভিকে পরাজিত করে সেমিতে পা রাখে। ম্যাচসেরা হয়েছেন ৭১ টিভির হাবিব রহমান।
চতুর্থ কোয়ার্টার ফাইনালে ভোরের কাগজকে ১-০ গোলে হারিয়ে বার্তা২৪ সেমিফাইনালে ওঠে। ম্যাচসেরা হয়েছেন বার্তা২৪ এর শেখ নাসির হোসেন।
আগামীকাল সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে জিটিভি ও ৭১ টিভি। সকাল ৯টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে জাগোনিউজ ও বার্তা২৪। বেলা ১১টায় হবে ফাইনাল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে