-
কোয়ার্টার ফাইনালে গড়ালো মিডিয়া কাপ ফুটবল
October 19th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৯ অক্টোবর: কোয়ার্টার ফাইনালে গড়িয়েছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল। আজ তৃতীয় রাউন্ডের খেলাশেষে কোয়ার্টার ফাইনালে ওঠেছে জিটিভি, মানবজমিন, জাগোনিউজ, ৭১ টিভি, ডেইলি সান, ভোরের কাগজ, বার্তা২৪ ও আরটিভি।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ সোমবার তৃতীয় রাউন্ডের আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে জিটিভি ১-০ গোলে আমাদের সময়কে হারিয়ে শেষ আটে নাম লেখায়। ম্যাচসেরা হন জিটিভির এমএম সেকান্দার।
দ্বিতীয় ম্যাচে মানবজমিন ৩-০ গোলে পরাজিত করেছে আজকালের খবরকে। ম্যাচসেরা হন মানবজমিনের কাজী সোহাগ।
তৃতীয় ম্যাচে জাগোনিউজ ৬-০ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় দৈনিক নয়াদিগন্তকে। ম্যাচসেরা হন জাগোনিউজের হয়ে হ্যাটট্রিকসহ একাই চার গোল করা মনিরুজ্জামান উজ্জ্বল।
চতুর্থ ম্যাচে ৭১ টিভি ৩-০ গোলে হারিয়েছে জনকণ্ঠকে। এই ম্যাচের ম্যাচসেরা হন ৭১ টিভির জেনসন মাহবুব।
পঞ্চম ম্যাচে ডেইলি সান টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারায় যুগান্তরকে। ম্যাচসেরা হন ডেইলি সানের সোহেল হোসেন পাটোয়ারী। পরের ম্যাচে ভোরের কাগজ ১-০ গোলে হারায় একুশে টিভিকে। এই ম্যাচে ম্যাচসেরা হন ভোরের কাগজের আলী ইব্রাহিম।
আগামীকাল কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বুধবার হবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে