-
জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের
July 1st, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
হারারে, ১ জুলাই: আজ থেকে স্বাগতিক জিম্বাবুয়ে, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে নিয়ে জিম্বাবুয়েতে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। অংশগ্রহণকারী দেশগুলো পরস্পরের সাথে দুইবার করে মুখোমুখি হবে। এরপর শীর্ষে থাকা দুটি দল ফাইনালে মোকাবেলা করবে।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম খেলায় মুখোমুখি হয় পাকিস্তান ও জিম্বাবুয়ে। পাকিস্তান ৭৪ রানে স্বাগতিক জিম্বাবুয়েকে পরাজিত করে শুভ সূচনা করেছে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪ উইকেটে করে ১৮২ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন ফখর জামান। এছাড়া হোসাইন তালাত ১০, অধিনায়ক সরফরাজ আহমেদ ১৬ রান করে আউট হন। শোয়েব মালিক ২৪ বলে অপ. ৩৭ এবং আসিফ আলী ২১ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের মিলিত আঘাতে ১৭.৫ ওভারে ১০৮ রানে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে গেলে ৭৪ রানে জিতে যায় পাকিস্তান। জিম্বাবুয়ের হয়ে অভিষিক্ত মুসাকান্দার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৩ রান। এছাড়া ওপেনার সলোমন মীরের ২৭ রান উল্লেখযোগ্য।
পাক বোলারদের মধ্যে মোহাম্মদ নওয়াজ, ওসমান খান, হাসান আলী ও মোহাম্মদ হাফিজ দুটি করে উইকেট নেন।
ম্যাচসেরা হন পাকিস্তানের আসিফ আলী।
পাকিস্তান আগামীকাল একই মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে