-
জিম্বাবুয়ের কাছে পাত্তাই পায়নি পাপুয়া নিউগিনি
January 13th, 2018ক্রীড়া ডেস্ক:
বিডিস্পোর্টস২৪ ডটকম
লিংক, ১৩ জানুয়ারি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরে জিম্বাবুয়ের কাছে বলতে গেলে পাত্তাই পায়নি পাপুয়া নিউগিনি। আজ নিউজিল্যান্ডের লিংকনে গ্রুপ ‘বি’র ম্যাচে জিম্বাবুয়ে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে পাপুয়া নিউগিনিকে।
জিম্বাবুয়ের যুবারা এদিন টস জেতার পাশাপাশি ম্যাচও জিতে নিয়েছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের মারাত্মক বোলিংয়ে মাত্র ২০ ওভারে ৯৫ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি।
পাপুয়া নিউগিনির পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন মাহুর। এছাড়া অভিয়া সাম ২৪, সিনাকা আরুয়া ১৮ ও সিমন আতাই ১৪ রান করেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ওয়েসলি মাধিবিরি একাই শিকার করেন তিন উইকেট। এছাড়া সুম্বা নেন দুই উইকেট।
৯৬ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে মাত্র ১৪ ওভারে বিনা উইকেটে ৯৮ রান স্কোরবোর্ডে জমা করলে ১০ উইকেটের সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরে শুভ সূচনা করে।
জিম্বাবুয়ের দুই ওপেনার ওয়েসলি মাধিবিরি ও গ্রেগরি ডলার কোনো উইকেটের পতন হতে দেননি। ওয়েসলি মাধিবিরি ৪৪ বলে ৬টি চারের সাহায্যে ৫৩ রানে এবং গ্রেগরি ডলার ৪০ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।
ম্যাচসেরা হন বিজয়ী দলের ওয়েসলি মাধিবিরি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে