শিরোনাম
করোনা ভ্যাকসিন নিলেন জেমি ডে... ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ...
-
জিয়া ড্র করেও শীর্ষে
January 12th, 2018ক্রীড়া প্রতিবেদক :
১৮তম দিল্লী ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ড্র করেও ৬ ম্যাচে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে আরো দু’জনের সাথে পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছেন।আজ শুক্রবার ভারতের দিল্লীতে ষষ্ঠ রাউন্ডে জিয়া স্বাগতিক ভারতের গ্র্যান্ডমাস্টার দ্বীপ সেন গুপ্তের সাথে ড্র করেন।
এদিকে তাহসিন তাজওয়ার জিয়া ও মিজানুর রহমান ২ পয়েন্ট করে পেয়েছেন। কিন্ত মো. আবুল কাশেম এখনো পয়েন্টের মুখ দেখেননি।
এ রাউন্ডে মিজান ভারতের শাই সুজনকে পরাজিত করেন। তবে তাহসিন নেপালের ফিদেমাস্টার হেমাল মানিসের কাছে ও কাশেম ভারতের প্রাচিতি চন্দ্রাটিয়ার কাছে পরাজিত হয়েছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ