-
জুডোয় ঢাকা বিভাগের জয়জয়কার
March 11th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ১১ মার্চ ২০১৮: বাংলাদেশ যুব গেমসের জুডো আজ রোববার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে প্রথমদিন ১২টি ওজন শ্রেণিতে (বালক-৬টি, বালিকা-৬টি) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের মোট ৭২ জন খেলোয়াড় (৩৬ জন বালক ও ৩৬ জন বালিকা) প্রতিদ্বন্দ্বিতা করেন।
এরমধ্যে সবচেয়ে বেশি তিনটি স্বর্ণপদক জিতেছে ঢাকা বিভাগ। ঢাকার হয়ে সবগুলো স্বর্ণই জিতেছে বালিকা গ্রুপ। তবে মোট পদকের দিক থেকে এগিয়ে আছে চট্টগ্রাম বিভাগ। তারা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ মোট ৯টি পদক জিতেছে।
বালক বিভাগে -৭৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন রংপুর বিভাগের মধাব মহন্ত। রৌপ্য জিতেছেন রাজশাহীর এহতেশামুল হক। ব্রোঞ্জ জিতেছেন খুলনার মোঃ সাব্বির আলী।
-৫৭ কেজি ওজন শ্রেণি বালিকা বিভাগে স্বর্ণ জিতেছেন চট্টগ্রামের তাহমিদা তাবাছ্ছুম তমা জেরিন। যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন রাজশাহীর মোছাঃ সামিনা খাতুন ও খুলনার ময়ূরী খাতুন।
বালক বিভাগে -৬৬ কেজি ওজন শ্রেণি বালক বিভাগে স্বর্ণ জিতেছেন রংপুরের মোঃ আবু রায়হান শুভ। রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে রাজশাহীর জাহিদ হাসান ও খুলনার সাকিব মাহমুদ দুরন্ত।
-৫২ কেজি ওজন শ্রেণি বালিকা বিভাগের স্বর্ণপদক নিজের করে নিয়েছেন ঢাকার ইমা সুলতানা শাহিনুর। রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে চট্টগ্রামের কমক্লাই এবং রাজশাহীর মনিরা আক্তার ও চট্টগ্রামের মারমা।
-৬০ কেজি ওজন শ্রেণি বালক বিভাগে স্বর্ণ জিতেছেন রাজশাহীর তন্ময় হোসেন। রৌপ্য গেছে চট্টগ্রামের দিপু দেওয়ানের ঝুলিতে। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন রংপুরের মোঃ সামসুদ্দোহা সৌরভ ও খালেদুন হাসান মিলু। -৪৮ কেজি ওজন শ্রেণি বালিকা বিভাগের স্বর্ণপদক জিতেছেন ঢাকার প্রিয়াংকা আক্তার। রৌপ্য জিতেছেন ঢাকার সালমা আক্তার। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন ময়মনসিংহর আরিফা আক্তার ও চট্টগ্রামের সুইপ্রুমা মারমা।
-৫৫ কেজি ওজন শ্রেণি বালক বিভাগে স্বর্ণ জিতেছেন চট্টগ্রামের ক্য ক্য মারমা। চট্টগ্রামের শিবলী চাকমা জিতেছেন রৌপ্য। আর যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন রংপুরের শাহিন ইসলাম ও রাজশাহীর মোঃ বিপ্লব।
এছাড়া -৪৪ কেজি ওজন শ্রেণি বালিকা বিভাগের স্বর্ণপদক জিতেছেন ঢাকার পপি খানম। চট্টগ্রামের মা সিং প্রু মারমা জিতেছেন রৌপ্যপদক। রাজশাহীর সামিমা খাতুন ও চট্টগ্রামের হুলাইওয়াই প্রু মারমা যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ