-
জুভেন্টাসের নতুন কোচের দায়িত্বে আন্দ্রে পিরলো
August 9th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
তুরিন, ৯ আগস্ট: ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেটাসের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইতালি ও দলটির সাবেক তারকা আন্দ্রে পিরলো। মরিজিও সারি বরখাস্ত হওয়ার এক ঘণ্টার মধ্যে জুভেন্টাসের পক্ষ থেকে পিরলোর নিয়োগের ঘোষণা দেয়া হয়।
৬১ বছর বয়সী সারি জুভেন্টাসের হয়ে মাত্র এক মৌসুম কাটিয়েছেন। ফ্রেঞ্চ ক্লাব লিঁওর কাছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র লড়াইয়ে হেরে বিদায় নেবার সাথে সাথে সারিরও বিদায় ঘণ্টা বাজে।
৪১ বছর বয়সী পিরলোর এর আগে শীর্ষ পর্যায়ের কোনো ক্লাবে কোচিংয়ের কোনো অভিজ্ঞতা নেই। দুই বছরের চুক্তিতে ২০২২ পর্যন্ত তিনি জুভেন্টাসের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি ইতলিয়ান তৃতীয় বিভাগের অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন পিরলো।
এক বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছে, ‘একজন খেলোয়াড় হিসেবে পিরলোর দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ২০০৬ সালে বিশ্বকাপও তিনি জিতেছেন। জুভেন্টাসের মধ্যমাঠে তার চার বছরের অভিজ্ঞতায় পিরলো চারটি লিগ, কোপা ইতালিয়া ও দুটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন।
আজ বিশ্ব ফুটবলে তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আজ থেকে তিনি জুভেন্টাসের সবার কোচ। এর আগেও ক্লাব তাকে অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব দিয়ে তার উপর আস্থা রেখেছিল। আর সেই বিশ্বাস থেকেই এখন মূল দলের দায়িত্ব তার উপর দেয়া হয়েছে। অভিজ্ঞতা দিয়ে এবার বেঞ্চ থেকে দলকে নেতৃত্ব দিবেন। দলের নতুন সাফল্যের পুরো দাবিদার তিনি হয়ে উঠতে পারবেন বলে সকলে বিশ্বাস করে।’
১৯৯৫ সালে নিজের ঘরের দল ব্রেসিয়া দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন পিরলো। এরপর ইন্টার মিলান, এসি মিলান হয়ে ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত জুভেন্টাসে খেলেছেন। জুভেন্টাস ছেড়ে দুই মৌসুমের জন্য তিনি মেজর লিগ সকারের ক্লাক নিউ ইয়র্ক সিটি এফসি’তে খেলেছেন। জুভেন্টাসের হয়ে চার মৌসুমে তিনি চারবার সিরি-এ ও একটি ইতালিয়ান কাপ জয় করেছেন।
ইতালির জাতীয় দলের জার্সি গায়ে ১১৬টি ম্যাচ খেলেছেন। ২০০৬ সালে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। মিলানের হয়ে ২২ বছরের দীর্ঘ ক্যারিয়াওের তিনি দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লিগ শিরোপাও জিতেছেন। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে