-
জুভেন্টাস কোচ বরখাস্ত!
August 8th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
মিলান,৮ আগস্ট: চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার দায়ে প্রধান কোচ মরিজিও সারিকে বরখাস্ত করেছে ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাস। ক্লাবের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে স্থানীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে। তবে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেয়া হয়নি।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬’র দ্বিতীয় লেগে গতরাতে তুরিনে অনুষ্ঠিত ম্যাচে ফরাসী ক্লাব লিঁওর বিপক্ষে ২-১ গোলে জিতেও টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ইতালির সবচেয়ে সফল ক্লাব জুভেন্টাস। ফেব্রুয়ারিতে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়েছিল জুভেন্টাস।
অথচ রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর পর থেকেই মূলত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির স্বাদ নিতে মরিয়া তুরিনের ক্লাবটি। সেই চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার দায়ই নিতে হলো সারিকে।
যদিও সারির তত্ত্বাবধানে টানা নবমবারের মত ইতালিয়ান লিগ সিরি’আর ট্রফি জয় করে নেয় জুভেন্টাস। তবে করোনাভাইরাসের কারণে বিরতির পর ফিরে জুভেন্টাসের যাচ্ছেতাই পারফরম্যান্স ভাবিয়ে তুলে কর্তৃপক্ষকে। ইন্টার মিলানের চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে লিগ মৌসুম শেষ করে জুভেন্টাস। এর মধ্যেই আবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় কপাল পুড়লো জুভেন্টাস কোচ মরিজিও সারির। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে