-
জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলের চূড়ান্ত পর্ব সোমবার শুরু
April 29th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৯ এপ্রিল: জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলা ৩০ এপ্রিল সোমবার থেকে শুরু হচ্ছে। আঞ্চলিক পর্বের খেলা শেষ হওয়ার দুইদিন পরই মাঠে গড়াচ্ছে চূড়ান্ত পর্বের খেলা।
চূড়ান্ত পর্বে ৬ ভেন্যু চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্স আপসহ আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে গ্রুপ পর্বের খেলা হবে। ৫ মে গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
আগামী ৬ মে দুটি সেমিফাইনাল এবং ৮ মে হবে ফাইনাল ম্যাচ।
সবগুলো খেলাই হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় দুপুর ২.০০টায় মুখোমুখি হবে গ্রুপ ‘এ’র দল রংপুর ও লক্ষ্মীপুর। একই মাঠে বেলা ৩-৪৫টায় লড়বে খুলনা ও ময়মনসিংহ।
অংশগ্রহণকারী দলগুলো হলো:
গ্রুপ-এ: রংপুর, খুলনা, ময়মনসিংহ ও লক্ষ্মীপুর।
গ্রুপ-বি: টাঙ্গাইল, রাজশাহী, ঠাকুরগাঁও ও মাগুরা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে