-
জয়ের জন্য মুখিয়ে আছেন জামাল ভূঁইয়ারা
November 2nd, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকমঢাকা, ২ নভেম্বর:বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, ‘আমি জানিনা এ মুহুর্তে নেপাল দলের ফিটনেস কেমন। শুধু একটি কথাই বলতে পারি, আমরা জয়ের জন্য মুখিয়ে আছি।
কারণ আগের দুই লড়াইয়ে নেপালের কাছে হেরেছিলাম। সেটি খেলোয়াড়দের মনে গেঁথে আছে। তাই সবাই চাইছে আসন্ন ম্যাচে জয় আমাদের পেতেই হবে।’
তবে জামাল ভুঁইয়া নেপালের বিপক্ষে দুটি আসন্ন ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি দেখছেন। যে কারণে দলের ফিটনেস লেভেল বাড়াতে সবাই পরিশ্রম করে যাচ্ছেন বলেও অকপটে স্বীকার করলেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ দলীয় অনুশীলনের সময় তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘সত্যিকার অর্থে দলের সবার মধ্যে তেমন একটা ফিটনেস নেই। আমরা অনুশীলন ম্যাচ খেলেছি এবং সে সময় দেখা গেছে অনেক খেলোয়াড়কে ধুকতে হয়েছে। এ জন্য আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে। অনেক দৌঁড়াতে হবে। তাহলেই ফিটনেস লেভেল ফিরে আসবে।’
তবে জামাল ভুঁইয়া বলেন, অন্য খেলোয়াড়দের তুলনায় বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা কিছুটা ফিট রয়েছে। কারণ তারা দলের সাথে অনুশীলনের সুযোগ পেয়েছে। দলের বাকী খেলোয়াড়দের এককভাবে অনুশীলন করতে হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, কৌশল এবং ফিটনেসসহ সবদিকেই আমাদের সামর্থ্য বাড়াতে হবে। অন্যথায় সমস্যায় পড়তে হবে।’
উল্লেখ্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে বাংলাদেশ আগামী ১৩ ও ১৭ নভেম্বর দুটি ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ