-
জয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
September 12th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ম্যানচেস্টার, ১২ সেপ্টেম্বর: ওল্ড ট্র্যাফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক ইংল্যান্ডকে ১৯ রানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। ফলে জয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো সফরকারীরা।
অস্ট্রেলিয়ার করা ৯ উইকেটে ২৯৪ রানের জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ইনিংস ৯ উইকেটে ২৭৫ রানের থামলে ১৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যারন ফিঞ্চ বাহিনী।
২৯৫ রান তাড়া করতে নামা ইংলিশরা শুরুতেই তিন অসি পেসার জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের আগুন ঝড়ানো বোলিং সামাল দিতে দিশেহারা হয়ে পড়ে। ৫৭ রান তুলতেই প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড।
পঞ্চম উইকেটে জনি বেয়ারস্টো ও স্যাম বিলিংস ১১৩ রানের পার্টনারশিপ গড়ে প্রতিরোধ গড়ে তোলেন। স্যাম বিলিংস ক্যারিয়ারের প্রথম শতরানের দেখা পান আজ। ১১০ বল মোকাবেলায় ১৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ১১৮ রান করে আউট হন বিলিংস।
জনি বেয়ারস্টো ১০৭ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৮৪ রান করে আউট হন। এটি তার ক্যারিয়ারের ১৩তম ফিফটি। এ ছাড়া মরগান ২৩ ও ক্রিস ওকস ১০ রান করে আউট হন।
অসি বোলারদের মধ্যে স্পিনার অ্যাডাম জাম্পা চারটি, জস হ্যাজেলউড তিনটি এবং প্যাট কামিন্স ও মিচেল মার্শ একটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯৪ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে অস্ট্রেলিয়া। শুরুতে অস্ট্রেলিয়াও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। কিন্তু ষষ্ঠ উইকেটে মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলের ১২৬ রানের বড় পার্টনারশিপে ২৯৪ রান করতে সক্ষম হয় অসিরা।
গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৭ রান। তার ৫৯ রানের ইনিংসে ৪টি চার ও ৪টি ছক্কার মার রয়েছে। ক্যারিয়ারের ২০তম ফিফটির দেখা পান ম্যাক্সওয়েল। দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান করেন মিচেল মার্শ। ক্যারিয়ারের ১২তম ফিফটি এটি তার।
এছাড়া মার্কাস স্টয়নিস ৪৩, লাবুশানে ২১ ও ক্যারি ১০ রান করে আউট হন। মিচেল স্টার্ক ১২ বলে ১ চার ও ১ ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন।
ম্যাচসেরা হন অসি পেসার জস হ্যাজেলউড। আগামি ১৩ সেপ্টেম্বর রোববার একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০০টায়। সনি সিক্স খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে