-
জয়ে টি২০ সিরিজ শুরু ভারতের
July 4th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ওল্ড ট্র্যাফোর্ড, ৪ জুলাই: জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজ শুরু করেছে সফরকারী ভারত। গতকাল রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম টি২০ ম্যাচে ভারত ৮ উইকেটে বিধ্বস্ত করেছে স্বাগতিক ইংল্যান্ডকে। ফলে ১-০তে এগিয়ে গেলো ভারত।
ইংল্যান্ডের করা ১৫৯ রানের জবাবে ১০ বল বাকি থাকতেই লোকেশ রাহুলের শতরানে ২ উইকেটে ১৬৩ রান স্কোরবোর্ডে জমা করে ভারত। ফলে ৮ উইকেটে জিতে যায় বিরাট কোহলি বাহিনী।
১৬০ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানে বিদায় নেন ওপেনার শিখর ধাওয়ান। ৪ রান করতে সক্ষম হন ধাওয়ান। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মা ও লোকেশ রাহুল ১২৩ রানের পার্টনারশিপ গড়লে জয় অনেকটা সহজ হয়ে যায় ভারতের। রোহিত শর্মা ৩০ বলে ৩২ রান করে আউট হন।
তৃতীয় উইকেটে লোকেশ রাহুল ও অধিনায়ক বিরাট কোহলি ৩৩ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। লোকেশ রাহুল ক্যারিয়ারের দ্বিতীয় শতরানের দেখা পান আজ। ৫৪ বলে ১০টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০১ রানে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল। অধিনায়ক বিরাট কোহলি ২২ বলে ২০ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের ডেভিড উইলি ও আদিল রশিদ একটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৮ উইকেটে ১৫৯ রান করে। সর্বোচ্চ ৬৯ রান করেন জস বাটলার। এছাড়া জেসন রয় ৩০ রান করে আউট হন। ৮ নম্বরে ব্যাট করতে নামা ডেভিড উইলি অপরাজিত থাকেন ২৯ রানে।
ভারতীয় বোলার কুলদীপ যাদবের মারাত্মক বোলিংয়ে ইংল্যান্ডের তিন ব্যাটসম্যান- জনি বেয়ারস্টো, জো রুট এবং ক্রিস জর্ডার রানের খাতাও খুলতে পারেননি। কুলদীপ যাদব ২৪ রান খরচায় একাই শিকার করেন ৫ উইকেট। টি২০ ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন ভারতীয় এই বাঁহাতি স্পিনার। এছাড়া উমেশ যাদব নেন ২ উইকেট।
ম্যাচসেরা হন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব।
আগামী ৬ জুলাই কার্ডিফে দ্বিতীয় টি২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে