-
জয়ে নিদাহাস ট্রফি শুরু শ্রীলংকার
March 6th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কলম্বো, ৬ মার্চ: জয় দিয়ে নিদাহাস ত্রিদেশীয় ট্রফি শুরু করেছে স্বাগতিক শ্রীলংকা। আজ উদ্বোধনী ম্যাচে ভারতকে ৫ উইকেটে পরাজিত করেছে লঙ্কানরা।
ভারতের করা ১৭৪ রানের জবাবে কুশল পেরেরার ৩৭ বলে ৬৬, থিসারা পেরেরার ১০ বলে অপ: ২২ এবং গুনাথিলাকার ১২ বলে ১৯ রানের ওপর ভর করে ৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে ১৭৫ রান স্কোরবোর্ডে জমা করে শ্রীলংকা। ফলে ৫ উইকেটে জিতে যায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
এছাড়া উপল থারাঙ্গা ১৭, সানাকা অপ: ১৫ চান্দিমাল ১৪ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে ওয়াশিংটন সান্দার ও চাহাল দুটি করে এবং উনাদকাট নেন এক উইকেট।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেটে ১৭৪ রান করে। শিখর ধাওয়ান ৪৯ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৯০ রান করেন। রোহিত শর্মা ০ ও সুরেশ রায়না ১ রান করে আউট হন। এছাড়া হার্ডিক পান্ডিয়া ৩৫ বলে ৩৭, পান্ট ২৩ বলে ২৩ ও দিনেশ কার্তিক ৬ বলে ১৩ রান করেন।
লঙ্কান বোলারদের মধ্যে চামিরা দুইটি এবং ফার্নান্ডো, জীবান মেন্ডিস ও গুনাথিলাকা একটি করে উইকেট নেন।
ম্যাচসেরা হন লঙ্কান ক্রিকেটার কুশল পেরেরা।
আগামী ৮ মার্চ বৃহস্পতিবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০টায় শুরু হবে খেলাটি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে