-
জয়ে শুরু মোহামেডান ও শেখ রাসেলের
January 20th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ২০ জানুয়ারি, ২০১৯বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড জয় দিয়ে শুরু করেছে। মোহামেডান তুলনামূলকভাবে সহজ জয় পেলেও শেখ রাসেল ঘাম ঝরানো জয় পেয়েছে।
মোহামেডান ২ : ১ বিজেএমসি
মোহামেডান নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে চিগোজির জোড়া গোলের উপর ভর করে লিগে শুভ সূচনা করেছে।আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-১ গোলে বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) পরাজিত করে। ৩৪ মিনিটে ল্যান্ডিংয়ের ক্রস কিংসলে হেড থেকে মোহামেডান এগিয়ে যায়।তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে ফ্রি-কিক থেকে উজবেক ফরোয়ার্ড ওতাবেক গোল করে বিজেএমসিকে সমতায় ফেরান। ৯০ মিনিটে কিংসলের দুর্দান্ত হেড থেকে জয় তুলে নেয় মোহামেডান।
শেখ রাসেল ১ : ০ আরামবাগ
এদিকে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কস্টাজিত জয় পেযেছে। তারা ১-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করে।খেলা শুরুর মাত্র ৩ মিনিটে জয়সূচক গোল করেন উজবেক ফরোয়ার্ড আজিজভ আলিশা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ