-
জয় পেলেন জিয়া, শাকিল ও কাশেম
January 3rd, 2018ক্রীড়া প্রতিবেদক :
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও মো. আবুল কাশেম আইআইএফএল ওয়েলথ তৃতীয় মুম্বাই আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় জয় পেয়েছেন। ভারতের মুম্বাইয়ে সোমবার তৃতীয় রাউন্ডে জিয়া ভারতের ভানখেরে আভিসকারকে, শাকিল ভারতের কদম নিলিখকে এবং কাশেম ভারতের দৃতি মুরগটকে পরাজিত করেন। তবে মাসুম রাহী ভারতের আন্তর্জাতিক মাস্টার রতœাকরণের কাছে হেরে যান।
তৃতীয় রাউন্ড শেষে শাকিল আড়াই পয়েন্ট, জিয়া ২ পয়েন্ট এবং মাসুম ও কাশেম এক পয়েন্ট করে সংগ্রহ করেছেন।অনূর্ধ্ব-১৩ স্কুল দাবা
এদিকে অনূর্ধ্ব-১৩ স্কুল দাবা প্রতিযোগিতায় তাহসিন তাজওয়ার জিয়া জয় পেয়েছেন। আজ মঙ্গলবার মুম্বাইয়ে চতুর্থ রাউন্ডে ভারতের বাগভে গোউরাংকে পরাজিত করেন। ফলে ৪ ম্যাচে সাড়ে তিন পয়েন্ট পেয়ে তিনি ১৮ জনের সাথে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ