-
ঝিনাইদহে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবলে মধুহাটী ও কুমড়াবাড়ীয়া ইউপি জয়ী
September 5th, 2018এলিস হক, ঝিনাইদহ হতে :
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঝিনাইদহ, ৪ সেপ্টেম্বর: প্রতিভাবান ফুটবল খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বারা আয়োজনে সারাদেশে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭।
মঙ্গলবার ৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় ঝিনাইদহ জেলা সদরের স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডের এই নকআউট পদ্ধতিতে প্রথম খেলায় মধুহাটী ইউনিয়ন ২-১ গোলে ফুরসন্ধি ইউনিয়ন দলকে পরাজিত করে এবং দ্বিতীয় খেলায় কুমড়াবাড়ীয়া ইউনিয়ন ৩-১ গোলে গান্না দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে।
খেলার প্রথমার্ধে ২ মিনিটে মধুহাটী ইউপির পক্ষে ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সামিরুল বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে গোলে হিট করেন (১-০)। প্রথমার্ধে ২৫ মিনিটে খেলার ডানপ্রাপ্ত হতে সামিরুল ফরোয়ার্ড পাস করেন আরিয়ানের কাছে। আরিয়ান বল পেয়ে সাত-পাঁচ না ভেবে বলে সোজা কিক করেন। বল ফাস্টবারে বল ঘেঁষে বল উল্টো হাওয়ায় গিয়ে সেকেন্ডবারে স্পর্শ করে গোলে ঢোকে (২-০)।
দ্বিতীয়ার্ধে ৩৮ মিনিটে ফুরসন্ধি ইউপি দল কর্ণার লাভ করে। ডিফেন্ডার হৃদয় বিশ্বাসের কর্ণার কিক হতে বল উড়ে যায় ৩ নম্বর জার্সিধারী রিফাতের কাছে। রিফাত বল পেয়েই প্লেস শট করেন। আর তাতেই গোল (১-২)।
দিনের অপর খেলায় গান্না ইউপি প্রথমে গোল লিড দিয়েও জয়ের পথ ধরতে পারেনি। শেষ পর্যন্ত কুমড়াবাড়ীয়া ইউপির কাছে ১-৩ গোলে হেরে টুর্নামেন্ট হতে বিদায় নিয়েছে। প্রথমার্ধে গান্না ইউপি ১-০ গোলে এগিয়েছিল। বিজয়ী দলের পক্ষে সাব্বির ২টি ও আশিকুর ১টি এবং বিজিত দলের পক্ষে নাঈম ১টি গোল করে গোল দেন। খেলা পরিচালনা করেন শাহ মোহাম্মদ আবদুল্লাহ। সহকারী রেফারি ছিলেন জামাল হোসেন ও শেখ মোহাম্মদ বেলাল হোসেন। ৪র্থ সহকারী রেফারি ছিলেন মেসবাহুল হক।
উল্লেখ্য যে, ঝিনাইদহ জেলা সদরের ১৭টি ইউনিয়ন দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
মধুহাটী ইউপি: গোলকিপার মুকুল, তাজিন, তৌফিক, আরিয়ান (অধিনায়ক), সামিরুল, ইমরান, রিয়াজুল, সুমন (মুজাহিদ) আলামিন, তরিকুল (আশিকুর) ও সাব্বির।
ফুরসন্ধি ইউপি: গোলকিপার শাকিল (অধিনায়ক), রিফাত, তুহিন রায়, রিয়াজ (তুহিন আলম), অন্তর মন্ডল, হৃদয় বিশ্বাস, সৌরভ বিশ্বাস, কংকন মন্ডল, মিশুক হোসেন (বাপ্পা), মাছুর জোয়ার্দ্দার ও মুসাকান্দী মোল্লা।
রেফারি: জামাল হোসেন। সহকারী রেফারি: শেখ মোহাম্মদ বেলাল হোসেন ও মুজিবুর রহমান শামীম।
৪র্থ সহকারী রেফারি: শাহ মোহাম্মদ আবদুল্লাহ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে