-
ঝিনাইদহে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবলে কালীচরণপুর ও পাগলাকানাই ইউপির জয়
September 5th, 2018এলিস হক, ঝিনাইদহ হতে
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঝিনাইদহ, ৫ সেপ্টেম্বর: আজ বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা সদরের স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডের নকআউট পদ্ধতিতে প্রথম খেলায় কালীচরণপুর ইউনিয়ন ৬-১ গোলে সাগান্না ইউনিয়ন দলকে এবং দ্বিতীয় খেলায় পাগলাকানাই ইউনিয়ন ২-০ গোলে সাধুহাটী ইউনিয়ন দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে।
বিজয়ী দল কালীচরণপুরের পক্ষে সাব্বির টুর্নামেন্টের সর্বপ্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন। তিনি একাই ৩টি গোল দিয়ে দলকে দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালের টিকিট ধরিয়ে দিয়েছেন। বিজয়ী দলের নির্ঝর, জায়েদ ও রাজন এবং বিজিত রাব্বুল আলামিন ১টি প্রত্যেকে ১টি করে গোল দেন। কালীচরণপুর ইউপি খেলার প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে আরো ৪টি গোল হয়।
কালীচরণপুর ইউপি: গোলকিপার শাহেদ আহমেদ ২২, মেহেদী হাসান ২, জায়েদ আহম্মেদ ৯, শাওন আহমেদ ৪, সাকিব হোসেন ৫, তানজিল রেজা ৬ (রাজন মিয়া ১৪), প্লাবন সরকার ৩ (শাকিল ১৩), জাকারিয়া হক নির্ঝর ১৭ (ইমরান ১২), তাজমুল হোসেন ৮, সাইমুন ইসলাম ১০ (অধিনায়ক) ও সাব্বির হোসেন ১১।
সাগান্না ইউপি: গোলকিপার মোঃ রাতুল ১৭ (ইমরান ১), রানা ৫, ওয়াসিম ৩, নয়ন ৪, সাগর ২ (নুরউদ্দিন ১২), মুরসালিম ৭ (রাব্বুল ১৬), সোহেল ১০, রাশিদুল ৯, নাজমুল ৮ (ইফাদ ১১), সাহিদুল ১৩ (সালমান ১৫) ও রাব্বুল আলামিন ১৪।
রেফারি : সেলিম হোসেন। সহকারী রেফারি : শেখ মোহাম্মদ বেলাল হোসেন ও জামাল হোসেন।
৪র্থ সহকারী রেফারি: মেসবাহুল হক।
পাগলাকানাই ইউপির জয়
দিনের অপর খেলায় পাগলাকানাই ২-০ গোলে সাধুহাটী ইউপিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। উভয়ার্ধে বিজয়ী দলের পক্ষে তুষার এবং শামিম প্রত্যেকে ১টি করে গোল করেন। খেলা পরিচালনা করেন জামাল হোসেন। সহকারী রেফারি ছিলেন সেলিম হোসেন ও শেখ মোহাম্মদ বেলাল হোসেন। ৪র্থ সহকারী রেফারি ছিলেন মেসবাহুল হক।
আগামীকাল ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার কোনো খেলা নেই। ৭ সেপ্টেম্বর যথারীতি খেলা শুরু হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে