-
ঝিনাইদহ ক্রিকেট লিগে মহেশপুর সিসির বড় জয়
April 19th, 2018এলিস হক, বিডিস্পোর্টস২৪ ডটকম
ঝিনাইদহ, ১৮ এপ্রিল ২০১৮ : মহেশপুর ক্রিকেট ক্লাব রাহুল স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লিগে বড় জয় পেয়েছে।ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আজ বুধবার তারা ১০ উইকেটে দাউদ স্মৃতি সংসদকে পরাজিত করে।
মহেশপুর সিসি টস জিতে দাউদ স্মৃতিকে ব্যাটিংয়ে পাঠালে ২৪.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে। দলের হয়ে হানিফ ১৮, শিহাব ১৫, সবুজ ১২ রান করেন। বল হাতে মহেশপুর সিসির স্ট্যালিন ৫ রানে ৫টি, হৃদয় ২৪ রানে ৪টি ও পিকুল ১৭ রানে ১টি উইকেট লাভ করেন।
জয়ের লক্ষে খেলতে নেমে মহেশপুর সিসি মাত্র ৩ ওভার খেলে বিনা উইকেটে ৭১ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের অপরাজিত দুই উদ্বোধনী ব্যাটসম্যান রায়হান ৩৬ ও স্ট্যালিন ৪ রান করেন। চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচে সেরা হয়েছেন বিজয়ী দলের স্ট্যালিন।
আম্পায়ার : জিএইচ কবির শামীম ও মো. মামুন মিয়া। স্কোরার : রুবেল হাসান।
বৃহস্পতিবার রাইজিং টাইগার্স ইন্সটিটিউট ও রেডসান ক্রিকেট একাডেমি একে অপরের সাথে মোকাবেলা করবে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ