-
ঝিনাইদহ ক্রিকেট লিগে মহেশপুর জিতেছে
March 31st, 2018এলিস হক, বিডিস্পোর্টস২৪ডটকম
ঝিনাইদহ, ৩১ মার্চ ২০১৮ : ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে রাহুল স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মহেশপুর ক্রিকেট ক্লাব সহজ জয় পেয়েছে।আজ শনিবার তারা ৬ উইকেটে ঝিনাইদহ ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠানকে পরাজিত করে।
সংক্ষিপ্ত স্কোর
ঝিনাইদহ ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠান : ৩০ ওভার ১২১/৪ (পিয়াস ৪৪, আশিক ০, ফাহিম ০, লিবন ৫, রুবেল ৩২, সাঈদ অপরাজিত ২২, সামি অপরাজিত ৬। পিপুল ৩/২১, সুমন ২/২৫, অতিরিক্ত ১৪)।
মহেশপুর ক্রিকেট ক্লাব : ১৯.৪ ওভার ১২২/৪ (রায়হান ৪০, ইমরান ০, নীরব ২৪, সুমন অপরাজিত ৩০, মমিন ৯, শাওন অপরাজিত ১। রুবেল ২/৩৫, সামি ১/১৫, মুন্না ১/২৩, ইব্রাহিম ১/২৬, অতিরিক্ত ১৮)।
ম্যান অব দ্য ম্যাচ : রায়হান (মহেশপুর ক্রিকেট ক্লাব)।
রোববারের খেলা : তৃতীয় রাউন্ড, সকাল ৯টা, মহেশপুর ক্রিকেট ক্লাব বনাম মোশাররফ হোসেন স্মৃতি সংসদ।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ