-
টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা নাইট রাইডার্স
April 8th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কলকাতা, ৮ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দিনেশ কার্তিক। বিরাট কোহলি ও রবিন উথাপ্পা আইপিএলের ১৫০তম ম্যাচ খেলবেন আজ।
টস জেতার পর দিনেশ কার্তিক বলেন, দলের সবদিক খুবই ভালো। লিন, নারাইন, রাসেল এবং জনসন আজ বিদেশি ক্রিকেটার হিসেবে আমাদের দলের হয়ে মাঠে নামবেন।
অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর অধিনায়ক বিরাট কোহলি বলেন, আমরা প্রথমে বোলিং করতে পারলে ভালো হতো। আমার দলে ম্যাককালাম, ডি কক, এবি ডি ভিলিয়ার্স এবং ক্রিস ওকস এই চার বিদেশি ক্রিকেটার আজ মাঠে নামছেন।
দুই দলের খেলোয়াড়া হলেন:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: কুইন্টন ডি কক, ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, সরফরাজ খান, মানদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, ক্রিস ওকস, কুলওয়ান্ট খেজরুলিয়া, উমেশ যাদব ও যুজবেন্দ্র চাহাল।
কলকাতা নাইট রাইডার্স: ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, পিযুস চাওলা, বিনয় কুমার, মিচেল জনসন ও কুলদীপ যাদব।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে