-
টস জিতে ফিল্ডিংয়ে ভারত
November 7th, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
রাজকোট, ৭ নভেম্বর: ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া। এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত শর্মা জানান, অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে তারা।
বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানান, গত ম্যাচের দলই বহাল রেখেছে তারা।
প্রথম টি-২০ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-২০ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে সফরকারী বাংলাদেশ।
দুই দলের খেলোয়াড়রা হলেন:
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, স্রেয়াস আয়ার, রিসাব পান্ট, ক্রুনাল পান্ডিয়া, সিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল ও খলিল আহমেদ।
বাংলাদেশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে