-
টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ
March 10th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কলম্বো, ১০ মার্চ: নিদাহাস ট্রফি ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় ১০ মিনিট দেরিতে খেলা শুরু হয়।
২ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ২৪/০। কুশল মেন্ডিস ১৪ ও গুনাথিলাকা ১০ রানে অপরাজিত রয়েছেন।
দুই দলই গত ম্যাচের দল অপরিবর্তিত রেখেছে। ইতোমধ্যে শ্রীলংকা তাদের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে পরাজিত করেছিল।
অপরদিকে বাংলাদেশ তাদের প্রথম খেলায় ভারতের সাথে হেরেছে ৬ উইকেটে।
বাংলাদেশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল ইসলাম অপু।
শ্রীলঙ্কা : দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিজ, দাসুন শানাকা, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, জীবান মেন্ডিস, দুশমন্ত চামিরা ও নুয়ান প্রদীপ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে