-
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
September 15th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
দুবাই, ১৫ সেপ্টেম্বর: এশিয়া কাপের উদ্বোধনী খেলায় মুখোমুখি হচ্ছে গ্রুপ ‘বি’তে থাকা বাংলাদেশ ও শ্রীলংকা। এই গ্রুপের অপর দল যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।
গ্রুপ ‘এ’তে রয়েছে- ভারত, পাকিস্তান ও হংকং।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
টস জেতার পর মাশরাফি বলেন, উইকেট খুবই ভালো প্রথমে ব্যাট করার ক্ষেত্রে। এরকম পিচে প্রথমে ফিল্ডিং করার চেয়ে ব্যাট করা উত্তম। তাই আমরা প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়তে চাই। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আমাদের দলের ছেলেরা পুরো ফর্মে রয়েছে। বোলাররাও ভালো করার জন্য মুখিয়ে আছে।
অপরদিকে লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেন, টস জিতলে আমিও আগে ব্যাট নিতাম। কিন্তু টসে আমি হেরে গেছি। মালিঙ্গা ফেরায় দলের জন্য ভালো হয়েছে। আমরা ভালোভাবে শুরু করতে চাই।
দুই দলের খেলোয়াড়রা হলেন:
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মাহামুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহীম, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা: উপল থারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, দানুস সানাকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমাল, অপনসো ও দিলরুয়ান পেরেরা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে