-
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
January 19th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৯ জানুয়ারি: ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। গত ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সানজামুল ইসলামের পরিবর্তে দলে নেয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে।
অপরদিকে ইনজুরির কারণে অ্যাঞ্জেলো ম্যাথুজ আজ দলে না থাকায় শ্রীলংকার নেতৃত্ব দিবেন দিনেশ চান্দিমাল। শ্রীলংকা দলে পরিবর্তন আনা হয়েছে দুইটি। অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দুশমান্থা চামারার বদলে নেয়া হয়েছে নুয়ান প্রদীপ ও নিরুসান ডিকবেলাকে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহামুদুল্লাহ, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা দল: উপল থারাঙ্গা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরুসান ডিকবেলা, কুশল মেন্ডিজ, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমাল, অনিন্দ হাসারাঙ্গা ও নুয়ান প্রদীপ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে