শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
টস জিতে ব্যাটিংয়ে ভারত
October 2nd, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
বিশাখাপত্তম (ভারত), ২ অক্টোবর: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করছে স্বাগতিক ভারত।
প্রথম সেশনে অর্থাৎ মধ্যাহ্ন বিরতির আগে ৩০ ওভার মোকাবেলায় ভারত প্রথম ইনিংসে বিনা উইকেটে ৯১ রান সংগ্রহ করেছে। এই ৯১ রানের মধ্যে কোনো অতিরিক্ত রান নেই। সব রানই এসেছে ভারতের দুই ওপেনারের ব্যাট থেকে। ওপেনার রোহিত শর্মা ক্যারিয়ারের ১১তম ফিফটির দেখা পেয়েছেন প্রথম সেশনেই।
রোহিত শর্মা ৫২ রানে এবং মায়াঙ্ক আগরওয়াল ৩৯ রানে অপরাজিত রয়েছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে