-
টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড
August 21st, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
সাউদাম্পটন, ২১ আগস্ট: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।
১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩৩/১। ডম শিবলি ১১ ও জ্যাক ক্রাউলি ১৬ রানে ক্রিজে রয়েছেন।
স্বাগতিক শিবিরে প্রথম আঘাতটি হানেন বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। আফ্রিদি তার করা তৃতীয় ওভারের তৃতীয় বলে ফিরিয়ে দেন ওপেনার ররি বার্নসে। এক দুর্দান্ত ডেলিভারিতে ররি বার্নসকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন আফ্রিদি। তৃতীয় স্লিপে তার ক্যাচটি নেন শান মাসুদ। রান করেন ররি বার্নস।
ইংলিশ অধিনায়ক জো রুট জানান, তার দলে একটি পরিবর্তন আনা হয়েছে। দ্বিতীয় টেস্টে খেলা স্যাম কারান খেলছেন না আজ। তার বদলে খেলবেন পেসার জোফরা আর্চার।
অপরদিকে পাক অধিনায়ক আজহার আলী জানান, অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে তার দল।
ইতোমধ্যে দুই টেস্টের প্রথমটিতে ইংল্যান্ড জয় পেয়েছে ৩ উইকেটে। আর বৃষ্টি কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। ফলে স্বাগতিকরা ১-০তে এগিয়ে রয়েছে। তৃতীয় টেস্টটি ড্র করতে পারলেই সিরিজ নিজেদের করে নিবে ইংলিশরা। আর সিরিজ হার এড়াতে পাকিস্তানকে অবশ্যই এ টেস্ট জিততে হবে।
দুই দলের খেলোয়াড়রা হলেন:
ইংল্যান্ড: ডম শিবলি, ররি বার্নস, জ্যাক ক্রাউলি, জো রুট (অধিনায়ক), ওলি পোপ, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ডম বেস, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
পাকিস্তান: শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, আসাদ শফিক, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও নাসিম শাহ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে