-
টস জিতে ব্যাট নিয়েছে শ্রীলংকা
October 2nd, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
করাচি, ২ অক্টোবর: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক লাহিরু থিরিমান্নে।
ইতোমধ্যে ১-০তে পিছিয়ে রয়েছে সফরকারীরা। তাই আজকের ম্যাচটি তাদের জন্য সিরিজ বাঁচানোর ম্যাচ। সেই সিরিজ বাঁচানোর ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে লঙ্কানরা।
গত ম্যাচে খেলা সাদিরা সামারাবিক্রমা, ইসুরু উদানা ও ওসাদা ফার্নান্ডো বাদ পড়েছেন। তাদের বদলে আজ খেলছেন মিনুদ ভানুকা, লক্ষণ সান্দাকান ও অ্যাঞ্জেলো প্যারেরা। ওয়ানডে আজ অভিষেক ঘটছে শ্রীলংকার উইকেটরক্ষক মিনুদ ভানুকার।
অপরদিকে পাকিস্তান দলে পরিবর্তন আনা হয়েছে দু’টি। বাদ পড়েছেন ইমাম উল হক ও ইমাদ ওয়াসিম। এই দু’জনের বদলে আজ খেলছেন আবিদ আলী ও মোহাম্মদ নওয়াজ।
দুই দলের খেলোয়াড়রা হলেন:
শ্রীলংকা: লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), দানুসকা গুনাথিলাকা, আভিস্কা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো পেরেরা, মিনুদ ভানুকা (উইকেটরক্ষক), সেহান জয়সুরিয়া, দাসুন সানাকা, অনিন্দ হাসারাঙ্গা, লক্ষণ সান্দাকান, লাহিরু কুমারা ও নুয়ান প্রদীপ।
পাকিস্তান: ফখর জামান, আবিদ আলী, বাবর আজম, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাদাব খান, ওহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও উসমান শিনওয়ারি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে