-
টাইব্রেকারে স্পেনকে বিদায় করে কোয়ার্টারে রাশিয়া
July 1st, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
মস্কো (রাশিয়া) ১ জুলাই: রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে স্বাগতিক রাশিয়া ৪-৩ গোলে ২০১০’র বিশ্বকাপজয়ী স্পেনকে হারিয়ে তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনকিভ দু’ দু’টি পেনাল্টি রুখে দিলে রাশিয়া ৪-৩ গোলে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে।
স্পেনের হয়ে প্রথম দুটি পেনাল্টি কিক থেকে ইনিয়েস্তা ও জেরার্ড পিকে গোল করেন। কিন্তু স্পেনের কোক-এর নেয়া তৃতীয় শটটি রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনকিভ ফিরিয়ে দেন। চতু্র্থ শটে সার্জিও র্যামস গোল করেন। কিন্তু লাগো আসপাস-এর নেয়া পঞ্চম শটটি রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনকিভ হাতে ফেরাতে ব্যর্থ হলেও বাম পা দিয়ে বলটি ফিরিয়ে দেন তিনি। সেইসাথে উল্লাসে ফেটে পড়ে রাশিয়ার খেলোয়াড়-কর্মকর্তা ও সমর্থকরা।
অপরদিকে রাশিয়ার হয়ে পেনাল্টি কিক নেয়া টানা চারজন গোল করেন। এরা হলেন-সমোলভ, ইগনাশেভিচ, গলোভিন ও চেরিশেভ। স্পেনের কোক ও লাগো আসপাস পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় পঞ্চম পেনাল্টি কিকটি করার প্রয়োজন পড়েনি রাশিয়ার।
১২ মিনিটে মাথায় সার্জি ইগনাশেভিচ-এর আত্মঘাতি গোলে ১-০তে পিছিয়ে পড়ে রাশিয়া।
৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা আনে রাশিয়া। এ সময় গোলমুখে আরটেম ডিজুবার নেয়া হেড জেরার্ড পিকের হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে আরটেম ডিজুবা গোল করে সমতা আনেন (১-১)।
আজ রাতে ডেনমার্ক ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিজয়ী দলের সাথে আগামী ৭ জুলাই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে রাশিয়া।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে