শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
টানা তৃতীয় হার নারী হ্যান্ডবল দলের
August 25th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
জয়পুর (ভারত), ২৫ আগস্ট: অষ্টম এশিয়ান ওমেন্স ইয়ুথ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে চাইনিজ তাইপের নিকট ৩৩-১৬ গোলে হেরে গেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। এর ফলে টানা তৃতীয় হারের স্বাদ পেয়েছে তারা।
রোববার ভারতের জয়পুরে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘এ’র নিজেদের তৃতীয় খেলায় আগের দুই ম্যাচে তুলনায় ভালো খেলেও ৩৩-১৬ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে চাইনিজ তাইজে ১৭-০৯ গোলে এগিয়ে ছিলো।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম খেলায় দক্ষিণ কোরিয়ার কাছে ৫৫-১৬ গোলে এবং দ্বিতীয় খেলায় জাপানের কাছে ৪৫-০৯ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে